সড়কের পাশে মিললো বৃদ্ধের মরদেহ
ফাইল ছবি
কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির নিচে এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আলাউদ্দিন নগর বাজারের নৈশপ্রহরী আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে পানি পানি বলে চিৎকার করতে করতে তৃষ্ণার্ত এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসলে তিনি পানি মুখে দেওয়ার আগেই মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি।
আল-মামুন সাগর/আরএইচ/এমএস