ড্রামের তেল বোতলে ভরে বিক্রি
ঠাকুরগাঁওয়ে ড্রামের সয়াবিন তেল বোতলে ভরে বিক্রির অভিযোগ উঠেছে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কয়েক মাস ধরে সদর উপজেলার রহিমানপুর কৃষ্ণপুর গ্রামের আশরাফুলের কারখানায় এ ধরনের কর্মকাণ্ড চলছে।
সরেজমিনে দেখা যায়, চার নারী ড্রাম থেকে পাইপ দিয়ে বোতলে তেল ভরছেন। দুজন নারী ও পুরুষ বোতলের গায়ে ‘রান্নার স্বাদ’ লিখিত লেভেল আঠা দিয়ে লাগাতে ব্যস্ত। ওই লেভেলের গায়ে বিএসটিআইয়ের লোগো দেওয়া। চারপাশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ।
কারখানার মালিক সম্পর্কে জানতে চাইলে আশরাফুল নিজের পরিচয় গোপন করে মালিক আসছেন বলে কালক্ষেপণ করেন। কারখানা ও বিএসটিআইয়ের অনুমোদন সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

একপর্যায়ে আশরাফুল জানান, দেড় মাস আগে এ প্রতিষ্ঠান চালু হয়েছে। অনুমোদনের বিষয়গুলো প্রক্রিয়াধীন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া হাজার প্রতিষ্ঠান চলছে আমারটা চললে সমস্যা কোথায়? কথা বলার ফাঁকে তিনি মোটরসাইকেল নিয়ে চলে যান।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক নারী বলেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করে ২০০ টাকা মজুরি পাই। অভাবের কারণে এতো অল্প টাকায় কাজ করি।

স্থানীয় ফাইজান হাবিব নামের এক যুবক বলেন, একদিন রাত ১০টার দিকে তেলের গাড়ি দেখে থামি। এসব ড্রাম কোথায় যাচ্ছে জানতে চাইলে তারা আশরাফুলের সয়াবিন কারখানায় যাবে বলে জানান। পরে জানি গোপনে তারা এসব খোলা তেল বোতলজাত করে বিক্রি করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, সরকারের অনুমোদন ছাড়া কোনো কারখানা চলে তবে সেটি অবৈধ। আমরা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেবো।
তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম