বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে ছুরিকাঘাত
প্রতীকী ছবি
নেত্রকোনার মদনে স্কুলের বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বে রবি আওয়াল নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
রোববার (৭ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
রবি আওয়াল উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকন্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বালালী গ্রামের নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণি কক্ষের বেঞ্চে বসা নিয়ে রবি আওয়ালের সঙ্গে বাগবিতণ্ডা হয় সহপাঠী ফাহিমের। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে টিফিনের সময় বিদ্যালয় থেকে বের হলে বন্ধুদের নিয়ে রবি আওয়ালকে ছুরিকাঘাত করে ফাহিম। পরে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম কামাল/আরএইচ/জিকেএস