ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাছা থানার ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৭ আগস্ট ২০২২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় চার বছর ধরে ইসমাইল হোসেন গাছা থানার ওসির দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ কমিশনার আরও বলেন, তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস