ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাঙালিভোজ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৫ আগস্ট ২০২২

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাঘরা বাজারে জাতীয় শোক দিবসে কাঙালিভোজ আয়োজন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আবদুল জলিল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু, সহ-সভাপতি মো. জনি মিয়া ও ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ মিলনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা বিপ্লব খান ও আফতাব উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লাল চান মিয়ার নেতৃত্বে বাঘরা বাজারে মসুর আহমেদ সুপার মার্কেটের সামনে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক পক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বিপ্লব খানের নেতৃত্বে অপর পক্ষ বাঘরা ফাজিল মাদরাসার পাশে কাঙালিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এনিয়ে দুই পক্ষের মধ্যে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টার দিকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আবদুল জলিল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু, সহ-সভাপতি মো. জনি মিয়া, সুলতান মাহমুদ মিলন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল মিয়া, লিটন মিয়া, এরশাদ মিয়া ও মজিবুর রহমানসহ কমপক্ষে ১০ জন আহত হন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আওয়ামী লীগ নেতা বিপ্লব খান ও আফতাব উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এনিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, কাঙালিভোজ আয়োজন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

এইচ এম কামাল/এসআর/এএসএম