দিন-দুপুরে রকেটকর্মীকে কুপিয়ে সোয়া ৫ লাখ টাকা ছিনতাই
প্রতীকী ছবি
গাজীপুরে দিন-দুপুরে শাহেদ শরীফ (২৬) নামের মোবাইল ব্যাংকিং রকেটের এক কর্মীকে কুপিয়ে পাঁচ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার এনায়েতপুর (বাগানবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহেদ গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পশ্চিমপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শাহেদ তার অপর এক সহকর্মীকে নিয়ে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের কাশিপুরসহ আশপাশের এলাকার রকেটের বিভিন্ন এজেন্টের দোকান থেকে টাকা কালেকশন করেন। সেখান থেকে একটি অটোরিকশায় তারা জিরানীর দিকে যাচ্ছিলেন। ওই অটোরিকশায় তাদের সঙ্গে অন্য যাত্রীরাও ছিলেন। পথে দুই মোটরসাইকেলে চারজন ব্যক্তি অটোরিকশার গতিরোধ করে।
শাহেদকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি লুট করার চেষ্টা করে। দিতে না চাইলে শাহেদের হাতে ও পায়ে কুপিয়ে জখমের পর টাকার ব্যাগটি ছিনিয়ে মোটরসাইকেলযোগে চলে যায় তারা। আশপাশের লোকজন শাহেদকে আহত অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে ভর্তি করেন। শাহেদ পুলিশকে জানান, তার ব্যাগে ৫ লাখ ২২ হাজার টাকা ছিল।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ছিনতাইকারীদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম