ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে ভেসে উঠলো দুই শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৭ আগস্ট ২০২২

নাটোরের লালপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণ রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দুটি হলো উপজেলার সাজেদুল ইসলামের ছেলে আলিফ (৪) এবং একই বাড়ির শাহিনুরের ছেলে শান্ত (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে বাড়ির পুকুর ঘাটে খেলতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে বিকেল ৫টার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস