ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলার উন্নয়ন বিএনপির সহ্য হয় না: নৌ প্রতিমন্ত্রী

(হিলি) দিনাজপুর | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২০ আগস্ট ২০২২

বাংলার উন্নয়ন বিএনপির সহ্য হয় না বলে মন্তব্য করেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (২০ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুরে বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে তার নাম উচ্চারণ করতে দেওয়া হয়নি, সেখানে আজ মুজিব আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে-এটিই সবচেয়ে বড় জয়।

হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুনের সভাপতিত্বে সভায় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম