ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ি থেকে ডেকে এনে বয়স্ক ভাতার কার্ড দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৪ আগস্ট ২০২২

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি থেকে ডেকে এনে মো. আমিন উদ্দিন শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে বয়স্ক ভাতার কার্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বুধবার (২৪ আগস্ট) বুধবার সকালে ওই বৃদ্ধের হাতে কার্ড তুলে দেন ইউএনও বিতান কুমার মণ্ডল। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন।

মো. আমিন উদ্দিন শেখ বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে স্যার ভাতার কার্ড করে দিছেন। আমার বেশ উপকার হয়েছে। স্যারের মত সারাদেশে অফিসার (ইউএনও) থাকলে আমাদের মত অসহায় লোক থাকবে না। স্যার যেন আরও বড় অফিসার হন সে দোয়া থাকলো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল জানান, ‘একদিন ঘটিগরম বিক্রি করতে এসে বৃদ্ধ তার অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সেদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে তাৎক্ষণিক দুই হাজার টাকা দেওয়া হয়। উপযুক্ত হওয়ায় আজ তাকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে। তার অসুস্থ স্ত্রীর জন্যেও ভাতার ব্যবস্থা করা হবে।

মো. আমিন উদ্দিন শেখ উপজেলার সদকী ইউনিয়নের খয়েরচরা মাঠপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি তিন সন্তানের মধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি এক ছেলে ঢাকায় দিনমজুর ও আরেক ছেলে কুমারখালীতে ভাঙারি মালের কাজ করেন। স্ত্রী প্যারালাইজড রোগী।

আল মামুন সাগর/আরএইচ/এমএস