ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৫ আগস্ট ২০২২

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে সিয়ামনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের শ্রীকন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়ামনি একই গ্রামের সবুজ আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, সকালে উপজেলার শ্রীকন্ডা গ্ৰামে নানার বাড়িতে বেড়াতে আসা সিয়ামনি সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে নামে। পরে খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এএইচ/জিকেএস