ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে ৫ বাঙালি বিজ্ঞানীর স্মরণে বিজ্ঞান উৎসব

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

‘বিজ্ঞান হোক সব অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে হাতিয়ার’ প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে বিজ্ঞান আন্দোলন মঞ্চের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলার সরকারি হরগঙ্গা কলেজের আশুতোষ হলে বিশ্বনন্দিত পাঁচ বিজ্ঞানীর স্মরণে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বিশ্বনন্দিত পাঁচ বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা ও জামাল নজরুল ইসলামের জীবনদর্শন নিয়ে আলোচনা করেন।

মুন্সিগঞ্জে ৫ বাঙালি বিজ্ঞানীর স্মরণে বিজ্ঞান উৎসব

বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা গ্রহণ করে প্রযুক্তির মাধ্যমে মানুষ সভ্য জগতে বাস করছে। কোনো কিছুর বিশেষ জ্ঞানকেই বিজ্ঞান বলা হয়। তবে বিজ্ঞান হলো বিশুদ্ধ জ্ঞান। সবাইকে এ পাঁচ বিজ্ঞানীর বিষয়ে জানতে হবে, বিজ্ঞান চর্চা করতে হবে। সামাজিক যত রকমের কুসংস্কার রয়েছে তা দূর করে যুক্তিবাদী সমাজ দাঁড় করাতে হবে।

মুন্সিগঞ্জে ৫ বাঙালি বিজ্ঞানীর স্মরণে বিজ্ঞান উৎসব

সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শফিক ইসলাম, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, বিজ্ঞান মঞ্চের উপদেষ্টা আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম