ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় গর্তে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে হেপি আক্তার (৭) ও লাবলু মিয়ার মেয়ে রাবিয়া (৭)।

খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় মসজিদে হাতমুখ ধুতে যায় তারা। এ সময় মুসল্লিদের ভিড় দেখে তারা বাড়ির পাশের একটি গর্তে হাত-মুখ ধুতে গিয়ে পড়ে যায়। নামাজ শেষে মুসল্লিরা গর্তের পানিতে ভাসতে দেখে দুজনকে উদ্ধারের পর পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এইচ এম কামাল/এসজে/জিকেএস