ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গাপুর উপজেলা জামায়াতের আমিরসহ আটক ১৩

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীর দুর্গাপুর উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মোহাম্মদ নুরুজ্জামানসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সিংগা গ্রামে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১০ জন নারী কর্মীও ছিলেন। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই পাওয়া যায়।

দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বর্তমানে ওই সব মামলায় তিনি আদালত থেকে জামিনে আছেন।

শুক্রবার তার বাড়িতে গোপন বৈঠকের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। বর্তমানে তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাহরিয়ার অনতু/এআরএ/এমএস