ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের সালথায় মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আবরার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দোহারগট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আবরার লালমনিরহাট জেলার হাতিবান্ধা সদরের রুস্তম খন্দকারের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর থেকে নিখোঁজ ছিল আবরার। পরে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।

এ বিষয়ে সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজ্জাক হোসেন বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম