ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৬ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রী সাজ্জিদা খাতুনের (১৩) মরদেহ প্রায় ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে সাজ্জিদার মরদেহ ভেসে ওঠে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী শেখ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে অনেক খোঁজাখুঁজির পর মরদেহ না পেয়ে আমরা অভিযান স্থগিত করেছিলাম। বিকেল ৫টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূরে সাজ্জিদার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

এরআগে রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল ১৩ শিক্ষার্থী। ফিল্টেরহাট এলাকার সাহেবের ঘাটে নৌকার মাঝি না পেয়ে তারা নিজেরাই নৌকা চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। একপর্যায়ে নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ১২ জনকে জীবিত উদ্ধার করেন। তবে সাজ্জিদা খাতুন নিখোঁজ ছিল।

নিহত সাজ্জিদা খাতুন ফিল্টেরহাট এলাকার মৃত কাজেম আলীর মেয়ে। সে স্থানীয় চর নামো জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

সোহান মাহমুদ/এসআর/এএসএম