ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বড়শিতে ধরা পড়লো ১৩ কেজির কাতল

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আওয়াল (২৮) নামে এক যুবকের বড়শিতে ১৩ কেজি ওজনের কাতল মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে তোহাখানা মসজিদ সংলগ্ন পুকুরে মাছটি ধরা পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, ঐতিহাসিক তোহাখানা মসজিদ সংলগ্ন পুকুরে ১৫ হাজার টাকা টিকিটে ছিপ দিয়ে মাছ ধরার আয়োজন করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। ৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত এ মাছ শিকার চলবে। এতে একজন দুটি ছিপ ফেলতে পারবেন।

আওয়াল বলেন, ‘১৫ হাজার টাকা টিকিটে শখের বসে ছিপ দিয়ে মাছ ধরতে আসি। আমি প্রায় ১৩ কেজি ওজনের একটি কতল মাছ পেয়ে অনেক খুশি।’

এদিকে নওগাঁ নজিপুর থেকে আশা এক ব্যক্তি ১২ কেজি ওজনের আরও একটি কাতল পেয়েছেন। তিনি বলেন, ছোট থেকেই মাছ ধরতে ভালো লাগে আমার। কিছু দিন আগে শুনি শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ হাজার টাকার টিকিট কেটে ঐতিহাসিক তোহাখানার পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা যাবে। এ খবর শুনে আমি ১৫ হাজার টাকা জমা দিয়ে মাছ ধরতে এসেছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নাজির আব্দুল বারি জাগো নিউজকে বলেন, তোহাখানার পাশেই রয়েছে শাহ নেয়ামত উল্লাহর মাজার। মাজার ও তোহাখানার সামনেই মুঘল আমলে তৈরি করা হয়েছিল বিশাল পুকুর। পুকুরটিতে বিশাল বিশাল রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিশাল পুকুরটি উপজেলা প্রশাসন ইজারা দেয় না। প্রতিবছর এমন একটি উৎসবের আয়োজন করা হয়। এ বছর ২৭ জন এ উৎসবে অংশ নিয়েছে। এখন পর্যন্ত দুটি বড় মাছ ধরা পড়ার খবর পাওয়া গেছে।

সোহান মাহমুদ/এসজে/এএসএম