ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে পুলিশ-বিএনপির সংঘর্ষ, ৫৮ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

নাটোরের লালপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেফতার এবং ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেফতাররা হলেন- দক্ষিণ লালপুরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম মোস্তফা তুহিন (৪২) ও পালিদেহা গ্রামের ছইর উদ্দিনের ছেলে মহির উদ্দিন (৫৮)।

এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। ওই সমাবেশের আগে বিএনপি নেতাকর্মীরা গৌরীপুর-ঈশ্বরদী রোডে বিক্ষোভ মিছিল শুরু করেন। বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির কর্মীরা ইটপাটকেল ও পাথর ছুঁড়তে থাকেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিএনপি ১২ নেতাকর্মী আহত হন। ওই ঘটনার পরে পুলিশ তুহিন ও মহির উদ্দিনকে গ্রেফতার করে।

এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশের জন্য তাদের অনুমতি দিয়েছিলাম। কিন্তু তারা বিক্ষোভ মিছিলের শুরুতেই নিরীহ মানুষদের বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে থাকে এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করতে থাকে। এসময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ ও দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, মঙ্গলবার পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ৫৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, বিনা উসকানিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বিএনপির মিছিলে বাধা ও হামলা করে। এতে আমাদের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

রেজাউল করিম রেজা/এমআরআর/এএসএম