ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেলের মানসিক রোগ ওয়ার্ডে ঝুলছে তালা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক রোগীর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তালা ঝুলছে। হাসপাতালটিতে আন্তঃবিভাগ থাকলেও সেখানে ভর্তি করা হয় না কোনো রোগী। এতে ভোগান্তির শিকার হচ্ছেন ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলার হাজারও মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, সব হাসপাতালে মানসিক বিভাগ নেই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এ বিভাগ থাকলেও রোগী ভর্তির কোনো ব্যবস্থা নেই। তবে আউটডোরে একজন মেডিকেল অফিসারের মাধ্যমে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

জানতে চাইলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তাই এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে মানসিক রোগীর মধ্যে শান্ত রোগীগুলোকে অন্যান্য রোগীর সঙ্গে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। অশান্ত মানসিক রোগীদের ভর্তি রাখার মতো ব্যবস্থা এই হাসপাতালে নেই। তাই তাদের ভর্তি করা হয় না।

হাসপাতালের উপ-পরিচালক ডা. দিপক কুমার জাগো নিউজকে বলেন, ‘চিকিৎসক সংকট এবং এ বিভাগে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় রোগী ভর্তি করা হয় না। তবে সামান্য মানসিক রোগীর কিছু অংশ আমরা অন্য বিভাগের সঙ্গে ভর্তি করে নেই।’

তিনি আরও বলেন, ‘বিভাগটি কতদিন ধরে বন্ধ রয়েছে তা আমার জানা নেই। আমি এ হাসপাতালে এসে বিভাগটি বন্ধ পেয়েছি। তবে দ্রুত এ বিভাগটি চালু করার চেষ্টা করবো।’

এন কে বি নয়ন/এসআর/জিকেএস