ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বজ্রপাতে নিহতদের মরদেহ দেখে প্রাণ গেলো বৃদ্ধার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:১২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে উপজেলার শিবপুর গ্রামের পাঁচজন ছিলেন। সেই মরদেহ দেখতে গিয়ে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পাশের এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের হোসনা খাতুন (৬০)। তিনি ওই গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী।

স্থানীরা জানান, সন্ধ্যায় বিভিন্ন গ্রাম থেকে বজ্রপাতে নিহতের মরদেহ দেখতে লোকজন আসেন। সবার মতো এনায়েতপুর মল্লিকপাড়া থেকে শোভা আলী মল্লিকের স্ত্রীও আসেন। মরদেহ দেখে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন হোসনা খাতুন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উল্লাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন।

তিনি জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় শিবপুর গ্রাম থেকে মরদেহ দেখে ফেরার পথে এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী হোসনা স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে দাফনের প্রস্তুতি চলছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৫৫), মোন্নাফ হোসেন (২০), শমসের আলী (৫২), শাহিন (৩২) ও আক্তার হোসেন (৬৫)। বাকিরা হলেন- মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২), ঋতু খাতুন (১৪) ও জান্নাতি খাতুন (১২)।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমআরআর