ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে হত্যাকাণ্ড, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে বিরোধের জেরে জহুরুল ইসলাম (৪৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে শাজাহানপুর চককানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার আব্দুল সালাম সেলিম (৪৩), হারুন প্রামাণিক (৫০) ও সাদিক (২০)।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চককানপাড়া এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন জহুরুল।

জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জহুরুলের মতো অনেকেই বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দিয়ে কিছু কমিশন পেতেন। শুক্রবার সন্ধ্যায় ভাড়া ঠিক করা নিয়ে জহুরুলের সঙ্গে অন্যদের বিরোধ হয়। এ নিয়ে একটি অ্যাম্বুলেন্সের লাইট ভাঙচুরের ঘটনা ঘটে।

রাত সাড়ে ১২টার দিকে জহুরুল মেডিকেল হাসপাতাল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে হোটেল নাজ গার্ডেনের পেছনে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করেন। ওই অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বড় ভাই বাকেরুল ইসলাম শুক্রবার রাতেই একটি মামলা করেন।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জড়িতদের চিহ্নিত করেছেন। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এমআরআর/এএসএম