সাতক্ষীরায় তিন দিন ধরে বৃষ্টি, নিম্নাঞ্চল প্লাবিত
টানা বৃষ্টিতে বাড়ির উঠানেও পানি উঠেছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় টানা তিন দিন ধরে বৃষ্টি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েকশ মাছের ঘের।
এদিকে সোমবার দুপুরের জোয়ারে আশাশুনি উপজেলার গদাইপুর এলাকায় খোলপেটুয়া নদীর একটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। তবে রাতেই সেই বাঁধ স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার রায়হান জাগো নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৬১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জাগো নিউজকে বলেন, নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় তিন-চার ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরণের ভাঙনের খবর পাওয়া যায়নি। সাতক্ষীরায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩৫টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে।
তিনি আরও বলেন, পর্যাপ্ত জিও ব্যাগ মজুত রয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে কিছু এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চলছে।
আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম