বৃষ্টির পানি অপসারণ নিয়ে বাগবিতণ্ডা, প্রতিপক্ষের গুলি
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ
নাটোরের লালপুরে বৃষ্টির পানি বের করে দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে রজব আলী (৩৫) নামে এক যুবককে গুলি করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত রজব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নাগশোষা গ্রামের প্রতিবেশী রজব আলী এবং সুমনের (৪০) মধ্যে বৃষ্টির পানি যাওয়ার জন্য ড্রেন করাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও ধ্বস্তাধস্তি শুরু হয়। এরই একপর্যায়ে সুমন অবৈধ পিস্তল দিয়ে রজবকে লক্ষ্য করে গুলি করেন। এতে রজব গুরুতর আহত হন। স্বজনরা তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে আছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সুমন পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে।
রেজাউল করিম রেজা/এমআরআর/এএসএম