ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৫:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

বান্দরবানের লামায় কানিজ ফাতেমা (২৩) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার আজিজ নগর ইউপির দুই নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কানিজ ফাতেমা (২৩) একই এলাকার মো. এনাম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সাত থেকে আট মাস আগে কানিজ ফাতেমার সঙ্গে এনামের বিয়ে হয়। ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ফাতেমা। আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর এনামের পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে তাদের ঘরে গেলে দেখতে পায় বাড়ির আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ফাতেমা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে ফাতেমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

আজিজ নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক ভূঁইয়া জাগো নিউজকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নয়ন চক্রবর্তী/আরএডি