ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নকল কীটনাশক বিক্রি, ২ প্রতিষ্ঠানের জরিমানা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জে নকল কীটনাশক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জাগো নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অনুমোদনবিহীন নকল কীটনাশক বিক্রির জন্য সারের দুই দোকানে অভিযান চালানো হয়। এসময় তাদের ২০ হাজার জরিমানা করা হয়েছে।

এএইচ/এএসএম