ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দর্শনার্থীদের হৈ হুল্লোড়ে কুমার নদে জমে ওঠে নৌকাবাইচ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদে এ নৌকাবাইচ হয়।

এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সুসজ্জিত তিনটি নৌকা নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। দুপুর থেকে নদীর দুপাড়ে কয়েকশ দর্শনার্থীর ঢল নামে। ছোট-বড় নৌকা ও ট্রলার ভাড়া করে বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন তারা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ছন্দ মাতিয়ে তোলে পুরো এলাকা। হৈ হুল্লোড়ে মেতে ওঠেন দর্শনার্থীরাও।

স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজ মৃধা জাগো নিউজকে জানান, অন্যবার খাল-বিলে, মাঠে-ঘাটে পানি থাকতো। এবার কুমার নদীতে কিছুটা পানি আছে। গ্রামটিতে হিন্দু সম্প্রদায়ের বসবাস। বিশ্বকর্মা পূজা উপলক্ষে দীর্ঘদিন ধরে প্রতিবছর নৌকাবাইচ ও গ্রাম্য মেলা বসে।

এন কে বি নয়ন/এসজে/এএসএম