ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ছয় বছরের শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মালেক (২৫) ও ভদ্রকোল গ্রামের হোসেন আলীর ছেলে ইয়ামিন (৬)।

নিহত আব্দুল মালেকের বড় ভাই নাসির উদ্দিন জাগো নিউজকে জানান, মালেক তার অসুস্থ বন্ধু হোসেন আলী ও তার ছেলে ইয়ামিনকে নিয়ে অটোরিকশা যোগে সিরাজগঞ্জ সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে কাশিয়াহাটা বাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ড্রাইভারসহ যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুল মালেক ও শিশু ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

তবে এ ঘটনায় আহত হোসেন আলী সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির সড়ক দুর্ঘটনায় ওই দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআরআর/জিকেএস