ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘারুয়া-চুমুরদী গ্রামবাসীর আয়োজনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৪টি প্রতিযোগিতায় অংশ নেয়।

স্থানীয়রা জানান, নৌকাবাইচ দেখতে দুপুর থেকে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ উপস্থিত হন। প্রতিযোগিতা চলার সময় হাততালি দিয়ে উৎসাহিত করেন তারা। নৌকাবাইচকে কেন্দ্র করে প্রতি বছরের মতো হরেক রকমের মুখরোচক খাবারের দোকানসহ শিশুদের খেলনা সামগ্রী দোকানের পশরা বসে।

নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে মানুষের ভিড়

মো. মবেদ আলী মাতুব্বরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, শরিফা বাদ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মতিয়ার রহমান, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ, চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে মানুষের ভিড়

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে চারটি ফ্রিজ ও ১০টি টিভি তুলে দেন অতিথিরা।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম