ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২

দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, ভারতের মালদা থেকে শনিবার (১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) পর্যন্ত আমদানি-রপ্তানি বিষয়ক সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে যেসব ভারতীয় পণ্য বোঝাই গাড়ি অবস্থান করবে, সেসব গাড়ি খালাসের বিষয়ে নিজ নিজ সিঅ্যান্ডএফ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এরপর শুক্রবারের সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৮ অক্টোবর পুনরায় সোনামসজিদ স্থলবন্দরের সব কর্যক্রম চালু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোহান মাহমুদ/এমআরআর/জিকেএস