ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেড় লাখ টাকা মুক্তিপণ না পেয়ে কৃষককে হত্যা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মুক্তিপণের টাকা না পাওয়ায় ছাইদুর রহমান (৪০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাঁতী গ্রামের পাশের নদী থেকে ওই কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ছাইদুর লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বেলতৈল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, দেড় লাখ টাকা মুক্তিপণ হিসেবে অপহরণকারীদের না দিতে পারায় এ হত্যাকাণ্ড।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ছাইদুর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। রোববার ছাইদুরের ব্যক্তিগত মোবাইল দিয়ে তার স্ত্রীর মোবাইলে কল করে স্বামীর মুক্তির জন্য দেড় লাখ টাকা দাবি করা হয়। এত টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি। এরপর ছাইদুরকে হত্যার পর নদীতে ফেলে দেন অপহরণকারীরা।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিদের শনাক্তের চেষ্টা চলচ্ছে।

এসজে/জিকেএস