বহিষ্কার হলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সোনিয়া
অবশেষে দলের সদস্য পদ থেকে বহিষ্কার হয়েছেন ফেনসিডিলসহ গ্রেফতার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সোনিয়া আক্তার।
সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আলিফ নুর মিনি বহিষ্কারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনিয়া আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের ৬ নম্বর সদস্য ছিলেন। মাদকসহ গ্রেফতার হওয়ার ঘটনায় রোববার দলীয় এক সভায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি ও সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন লোপার সই করা বহিষ্কারাদেশ জানানো হয়, দলীয় ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্তার অভিযোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৬ নম্বর সদস্য পদ থেকে সোনিয়া আক্তারকে বহিষ্কার করা হলো।
২২ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সোনিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ। সোনিয়া আক্তার গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগের নেতা আব্দুর রাজ্জাকের স্ত্রী।
আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস