রাঙ্গামাটিতে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু
ফাইল ছবি
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় অতিরিক্ত মদপানে দেবরাস চাকমা (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত দেবরাস নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম গ্রামের বিন্দু লাল চাকমার ছেলে।
মৃত দেবরাসের ভাই মানিক লাল চাকমা বলেন, রোববার (২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে প্রতিবেশী অমর সিং চাকমা (৪০) ও তার ভাই দেবরাস চাকমা একসঙ্গে মদপান করেছিল। অতিরিক্ত মদ্যপান করায় তার ভাই অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানার পর পরিবারের লোকজন তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ২টার দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার দেবরাসের মারা যাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, একজন যুবক অতিরিক্ত মদপানের কারণে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি।
সাইফুল উদ্দীন/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান