ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইভিএমে কারচুপির সুযোগ রয়েছে: জিএম কাদের

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৬ অক্টোবর ২০২২

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ১৪ দলে আমরা কখনোই ছিলাম না। আমরা ১৪ দলের সঙ্গে জোট করায় মহাজোট হয়েছে। এখন আমরা মহাজোটেও নেই।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, করোনার সময় চিকিৎসকের তুলনায় নার্সরাই এগিয়ে ছিলেন। তারা রোগীর সংস্পর্শে এসেছিলেন। অনেক ক্ষেত্রে তারাই চিকিৎসকের ভূমিকা রেখেছেন।

ইভিএমে কারচুপির সুযোগ রয়েছে: জিএম কাদের

তিনি বলেন, ইভিএমের ব্যাপারে প্রেসিডিয়াম সদস্য, কো-চেয়ারম্যানদের বৈঠকে ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে। ইভিএমে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় আছে। ইভিএমে কারচুপির সুযোগ রয়েছে। মেশিন যদি ভালোও থাকে যারা এটাকে পরিচালনা করবেন তাদের সরকারের প্রভাবে প্রভাবিত হওয়ার সুযোগ রয়েছে।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টিকে যেহেতু আমি রিপ্রেজেন্ট করি এবং আমাদের গঠনতন্ত্র মোতাবেক এসব বিষয়ে সিদ্ধান্ত নিবো। এ মুহূর্তে কোনো জোটে যাওয়ার জন্য আমরা একমত হইনি।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম