ভোলায় এক ঘণ্টার এসপি হলো নবম শ্রেণির ইফরাত জাহান
ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপার (এসপি) হয়ে দায়িত্ব পালন করেছে ইফরাত জাহান ইশান নামের নবম শ্রেণির এক ছাত্রী।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল ডিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) আয়োজনে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে তার হাতে দায়িত্ব তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।
এরআগে ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শিক্ষার্থী ইশানকে ফুল দিয়ে স্বাগতম জানান। পরে এক ঘণ্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব পালনে তাকে সহযোগিতা করেন তিনি।
ইফরাত জাহান ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেন সিকদারের মেয়ে। ইসমাইল হোসেন ওই বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ সুপারের দায়িত্ব পেয়ে শিশু অধিকার সুরক্ষা, নিরাপত্তা, সমাজের সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার, নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত ও নারীরা যাতে নির্যাতনের শিকার না হন সেজন্য সুপারিশ করেছে ইফরাত জাহান।
ইফরাত জাহানের স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ