ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে জব্দ ১১৪ কেজি ইলিশ গেলো এতিমখানায়

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৭ অক্টোবর ২০২২

ফরিদপুরের সদরপুরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ইলিশগুলো উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, উপজেলার গাবতলা, কালীখোলা ও বাবুরচর বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানসহ মৎস্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের মাঝে নির্দেশনামূলক বার্তা প্রদান করা হয়েছে। এছাড়া আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম