ফরিদপুরে জব্দ ১১৪ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ফরিদপুরের সদরপুরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ইলিশগুলো উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার গাবতলা, কালীখোলা ও বাবুরচর বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানসহ মৎস্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের মাঝে নির্দেশনামূলক বার্তা প্রদান করা হয়েছে। এছাড়া আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম