যশোরে নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ইনসেটে তরিকুল ইসলাম
যশোরের অভয়নগরে নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী শাহ জালাল হোসেনের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার ভায়না গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তিনি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।
তরিকুলের সহকর্মী বিল্লাল হোসেন জানান, নির্মাণাধীন ভবনের সাততলায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন তরিকুল। দুপুর ২টার দিকে বালু ও সিমেন্ট মাখানোর সময় তরিকুল প্রথমে জানালার কার্ণিশে পড়ে যান। পরে সেখান থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম রকিব বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তরিকুল ইসলামের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন রহমান/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ