ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সবাই ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে: মোস্তফা আমীর

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১০:২৬ এএম, ০৯ অক্টোবর ২০২২

জাতীয় নির্বাচনের এক বছর আগেই লাঠিসোটার মহড়া শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল।

তিনি বলেন, নির্বাচনের খেলা হবে বলে আমার মনে হয় না। বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০২৪ সালে দেশে নির্বাচন হবে কি-না সন্দেহ আছে।

শনিবার (৮ অক্টোবর) রাতে ঈদ-ই-মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুরের সদর উপজেলার কৈজুরি ইউনিয়নে জাকের মঞ্জিল দরবার শরীফে এর আয়োজন করা হয়।

দেশ ও জাতি এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আমীর ফয়সাল বলেন, এখনো সময় আছে ঐক্যবদ্ধ হোন। কারণ দেশকে বাঁচানোর প্রশ্ন। স্বাধীনতাকে বাঁচানোর প্রশ্ন। বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করে না। তবে আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছেন।

এন কে বি নয়ন/এসজে/এমএস