ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চরফ্যাশনে সাড়ে ৯ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৯ অক্টোবর ২০২২

ভোলার চরফ্যাশনে সাড়ে ৯ লাখ মিটার অবৈধ বিভিন্ন ধরনের জাল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কলেজ রোড এলাকা থেকে জালগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি দোকান ও একটি গোডাউন তল্লাশি করে সাড়ে ৯ লাখ মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল প্রশাসন ও মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য তিন কোটি ৬৬ লাখ টাকা।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম