ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যা, জামাই কারাগারে
শাশুড়িকে হত্যার অভিযোগে জামাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগে জামাই ইউনুস মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে ইউনুস মোল্যাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৭ অক্টোবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবার গ্রামে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। রোববার (৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জাগো নিউজকে বলেন, রবিবার দিনগত রাতে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইউনুস মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। গ্রেফতার ইউনুস মোল্যাকে সোমবার দুপুরে ফরিদপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম