ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যা, জামাই কারাগারে

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১০ অক্টোবর ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগে জামাই ইউনুস মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ইউনুস মোল্যাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

৭ অক্টোবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবার গ্রামে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। রোববার (৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জাগো নিউজকে বলেন, রবিবার দিনগত রাতে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইউনুস মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। গ্রেফতার ইউনুস মোল্যাকে সোমবার দুপুরে ফরিদপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম