ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৩ জেলে আটক

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৫ অক্টোবর ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় জাল ও ইলিশসহ ৩৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ সদস্যরা। এসময় জেলেদের কাছ থেকে ৩৫ কেজি ইলিশ ও ১৭ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা ইলিশ শিকার নিষেধাজ্ঞার নবম দিনে শনিবার (১৫ অক্টোবর) ভোরের দিকে ভোলা সদরের মেঘনা থেকে ১০ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশসহ ১৭ জেলে ও তেঁতুলিয়া থেকে সাত হাজার মিটার জাল ও ১৫ কেজি মা ইলিশসহ ১১ জেলে এবং লালমোহন উপজেলার থেকে পাঁচ জেলেকে আটক করা হয়।

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৩ জেলে আটক

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ভোলা সদরের তেঁতুলিয়া নদী থেকে আটক ১১ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাকি জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জেআইএম