ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৩ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় জাল ও ইলিশসহ ৩৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ সদস্যরা। এসময় জেলেদের কাছ থেকে ৩৫ কেজি ইলিশ ও ১৭ হাজার মিটার জাল জব্দ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা ইলিশ শিকার নিষেধাজ্ঞার নবম দিনে শনিবার (১৫ অক্টোবর) ভোরের দিকে ভোলা সদরের মেঘনা থেকে ১০ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশসহ ১৭ জেলে ও তেঁতুলিয়া থেকে সাত হাজার মিটার জাল ও ১৫ কেজি মা ইলিশসহ ১১ জেলে এবং লালমোহন উপজেলার থেকে পাঁচ জেলেকে আটক করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ভোলা সদরের তেঁতুলিয়া নদী থেকে আটক ১১ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাকি জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ