বেনাপোলে ট্রাকচাপায় ভারতীয় চালক নিহত
যশোরের বেনাপোল বন্দরে বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী একটি ট্রাকের চাপায় শ্যাম সুন্দর (৫৭) নামে ভারতীয় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহত শ্যাম সুন্দর ভারতের উত্তর প্রদেশের মথুরা উমরালা কোসি কালান এলাকার তেজিরাম সুন্দরের ছেলে।
এ ঘটনায় বাংলাদেশি ট্রাকটি জব্দ করে অভিযুক্ত ট্রাকচালক শিলন হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিলন চুয়াডাঙ্গার হাকিমপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসেন ভারতীয় ট্রাকচালক শ্যাম সুন্দর। বন্দরের সামনে ট্রাক রেখে সড়কের পাশে চা খেতে যাওয়ার সময় রপ্তানি পণ্যবাহী একটি দ্রুতগামী বাংলাদেশি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শ্যাম সুন্দর নিহত হন। পরে স্থানীয়রা বাংলাদেশি ট্রাকচালককে আটক করে পুলিশে দেয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
মো. জামাল হোসেন/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ