ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল বন্দরে আগুন, পুড়লো পণ্য-গুরুত্বপূর্ণ কাগজপত্র

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০১:০৭ পিএম, ২১ অক্টোবর ২০২২

যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি পণ্যসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করে বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যগারের অফিস রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অফিস রুম থেকে ছড়িয়ে পড়ে পণ্যগারে। তবে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায়। এ পর্যন্ত গত এক বছরে বেনাপোল বন্দরে চারটি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিরোধ ব্যবস্থায় বন্দরকে আরও সাবধানতা বাড়াতে হবে বলে জানান ব্যবসায়ীরা।

Benapole2

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, বন্দরের বৈদুত্যিক লাইনগুলো অতি পুরানো। তাদের বার বার বলার পরও লাইন মেরামতের কোনো উদ্যোগ নেয়নি।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, সঠিক সময়ে ফায়ার সার্ভিসের টিম আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলা যাবে না।

জেএস/এমএস