ভৈরবে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ছবি
ভৈরবে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন জানান, স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম