ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেড় মাস ধরে ওসি ছাড়া চলছে ভৈরব থানা, কার্যক্রম ব্যাহত

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০২ নভেম্বর ২০২২

দেড় মাস ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াই চলছে কিশোরগঞ্জের ভৈরব থানা। এতে থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

গত ১৫ সেপ্টেম্বর ভৈরব থানার ওসি গোলাম মোস্তফাকে স্ট্যান্ড রিলিজ করলে তিনি ওই রাতেই থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। এরপর দীর্ঘ দেড় মাস পার হলেও থানায় এখন পর্যন্ত কোনো নতুন ওসির পদায়ন করা হয়নি। কবে নতুন ওসি পাবে ভৈরব থাকা তাও কেউ বলতে পারছেন না।

নদীবন্দর ও হাওর অঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ভৈরব একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর। এখানে আইনশৃঙ্খলা ঠিক রাখতে থানার ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেড় মাস যাবত ওসি না থাকায় থানার স্বাভাবিক কাজকর্মের সিদ্ধান্ত নিতে বার বার পুলিশ সুপারের শরণাপন্ন হতে হচ্ছে বলে জানা গেছে।

গত শুক্রবার ভৈরবে হাজেরা বেগম নামে এক নারী প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে থানায় মামলা দিতে গেলে বর্তমান দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক শাহ আলম তার মামলা নেননি। পরদিন হাজেরা মারা যান। এর পরে তার মামলা নেওয়া হয়। এ ধরনের আরও অনেক ঘটনা থানায় ঘটছে। অথচ থানায় ওসি থাকলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত নিতে নেওয়া সহজ হতো। এজন্য স্থানীয়রা অবিলম্বে ভৈরব থানায় ওসি পদায়নের দাবি জানিয়েছেন।

জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, বিষয়টি আমি পুলিশ হেডকোয়ার্টারকে জানিয়েছি। এতদিন ঢাকায় রেঞ্জ ডিআইজি না থাকায় দেরি হয়েছে। তবে শিগগির থানায় নতুন ওসি পোস্টিং দেওয়া হবে।

রাজীবুল হাসান/এমআরআর/এমএস