ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কে ভিক্ষা করা শিল্পীকে ঘর দিলেন ইউএনও

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০২ নভেম্বর ২০২২

স্বামী রিকশাচালক, তার রোজগারে চলতো না ছয়জনের পরিবার। তাই বাধ্য হয়ে সড়কে সড়কে ঘুরে ভিক্ষা করতেন ভৈরবের শিল্পী বেগম। তবে বিষয়টি নজরে আসার পর শিল্পীকে সরকারের আশ্রয়ন প্রকল্পের একটি ঘর দিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাদিকুর রহমান সবুজ। শুধু তাই নয়, শিল্পীকে ব্যবসা করার জন্য পুঁজিও জোগাড় করে দেওয়া হয়েছে।

বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের সিদ্দিরচর এলাকায় শিল্পীর হাতে আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি তুলে দেন ইউএনও সাদিকুর রহমান সবুজ। ঘর পেয়ে মহাখুশি তিনি।

jagonews24

শিল্পী বেগম জাগো নিউজকে বলেন, চার সন্তান ও স্বামী নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হতো। সেজন্যই সড়কে সড়কে মানুষের কাছ থেকে টাকা চেয়ে সন্তানদের খাবার জোগাড় করতাম। একদিন সড়কে ইউএনও স্যারের সঙ্গে দেখা হয়। তখন তিনি আমাকে তার অফিসে নিয়ে গিয়ে চালসহ নগদ টাকা দেন- আর বলেন, আমি যেন আর ভিক্ষা না করি। স্যার বলেন, ভিক্ষা ছেড়ে দিলে তিনি আমাকে ঘর ও ব্যবসার ব্যবস্থা করে দেবেন।

তিনি আরও বলেন, আমি আজকে সরকারি ঘর ও ব্যবসার পুঁজি পেয়ে খুব খুশি। এখন আর আমাকে রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হবে না। এখন আমি নিজে কাপড়ের ব্যবসা করে স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার করবো। এজন্য ইউএনও স্যার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণভরে ধন্যবাদ জানাই।

jagonews24

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান সবুজ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হতদ্ররিদ্রদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। তবে আজকে একটু বিশেষ দিন, কারণ এমন দুজনকে আশ্রয়ণের ঘর দেওয়া হয়েছে তাদের একজন প্রতিবন্ধী ও আরেকজন সড়কে সড়কে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। এছাড়া ওই নারীকে এক সাংবাদিকের সহযোগিতায় তার কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র একটি ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

রাজীবুল হাসান/এমআরআর/জিকেএস