ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৩ নভেম্বর ২০২২

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাগর আহমেদ (২১) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল গ্রামে এ ঘটনা ঘটে।

সাগর আহমেদ হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই গ্রামের গ্রামে নির্মাণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি সরবরাহের কাজ করছিলেন সাগর। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন ফারুক জানান, বাবাহীন পরিবারের একমাত্র উপার্জনকারী সাগর। তাকে হারিয়ে স্বজনদের চোখে অন্ধকার।

আরএইচ/জেআইএম