রাজশাহীতে রাতভর শিশু নির্যাতন : গ্রেফতার ১
চুরির অপবাদ দিয়ে রাজশাহীর পবায় স্কুলছাত্রের হাত-পা বেঁধে পেটানোর দৃশ্য ধারণের মামলায় আজিজুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আজিজুল চৌবাড়িয়া এলাকার বারির ছেলে।
পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নির্যাতনের শিকার জাহিদ হাসানের বাবা ইমরান বাদী হয়ে পবা থানায় শনিবার রাতে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে আজিজুল নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে চুরির অপবাদ দিয়ে উপজেলার বাগসারা গ্রামের ইমরানের ছেলে জাহিদ হাসানকে পাশবিক নির্যাতন চালান আসামিরা। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আসামিরা জাহিদকে ধরে মারপিট করে। উপজেলার চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার রাতে তা ফাঁস হয়ে যায়। আহত ওই শিক্ষার্থীকে পবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে শনিবার রাতে নির্যাতনের শিকার জাহিদ হাসানের বাবা ইমরান বাদী হয়ে পবা থানায় ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের কটা মুন্নির ছেলে নাসির, সমশের মোহরীর ছেলে পলাশ, মুন্নার ছেলে তুহিন, সান্দি মন্ডল ও তার ছেলে অনিক, বেরাজের ছেলে রাজ্জাক, আমদি মন্ডলের ছেলে সাগর, বারির ছেলে আজিজুল, ফরিদের ছেলে কমল, যে বাড়িতে নির্যাতন করা হয়েছে সেই বাড়ির মালিক ফজলুল বারি ও তার ছেলে রাকিব।
শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি