ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিমার্ণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৫ নভেম্বর ২০২২

ভৈরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মাসুদ রানা (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সে পৌর শহরের দড়ি চন্ডিবের এলাকার মো. মহরম মিয়ার ছেলে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকায় নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মত নিউ টাউন এলাকায় শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা গ্রামে ইতালি প্রবাসী রুবেল মিয়ার নির্মাণাধীন ভবনের ৫ম তলার সেন্টারিংয়ের বোর্ডের কাজ করছিলেন শ্রমিকরা। পঞ্চম তলার ছাদের কিনারে কাজ করার সময় সেফটি না থাকায় রাজমিস্ত্রি মাসুদ রানা ছাদ থেকে পড়ে মারা যান। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম মোল্লা জানান, নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের বোর্ড লাগানোর সময়ে পড়ে নিহত হয়েছে নির্মাণ শ্রমিক মাসুদ। মরদেহ সুরতাল রির্পোট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।

রাজীবুল হাসান/এএইচ/এএসএম