ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে যুবদল-পুলিশ সংঘর্ষে আহত ২০

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৭ নভেম্বর ২০২২

কিশোরগঞ্জে যুবদলকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। সভায় যোগদানের জন্য যুবদল নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে আসার সময় বাঁধা দেয় পুলিশ। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ গুলি ছুড়লে অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

কিশোরগঞ্জে যুবদল-পুলিশ সংঘর্ষে আহত ২০

এসময় জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ, সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ৭-৮ জন গুলিবিদ্ধ হন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় আমাদের বেশকয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

কিশোরগঞ্জে যুবদল-পুলিশ সংঘর্ষে আহত ২০

এ ঘনায় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলামিন হোসাইন জানান, মিছিল নিয়ে আসার সময় যুবদলকর্মীরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। এসময় ১২ পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, জননিরাপত্তা ও বিএনপি নেতা-কর্মীদের থামাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

আরএইচ/জেআইএম