রাস উৎসবে নৃত্য শেষে মারা গেলেন শিল্পী
রাস উৎসবে দোহার নৃত্য শেষে মারা গেলেন পুর্নচন্দ্র সিংহ (৬০) নামে এক শিল্পী।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপে এ ঘটনা ঘটেছে।
পুর্নচন্দ্র সিংহ একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিপুরি সম্প্রদায়ের গান ও নৃত্যর প্রশিক্ষক।
মনিপুরি মহারাসলীলা সেবা সংঘের অন্যতম সদস্য শ্যামসুন্দর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুর্নচন্দ্র সিংহ একজন ভালো মানের প্রশিক্ষক ও নৃত্য শিল্পী ছিলেন। তিনি রাতে দোহার নৃত্য পরিবেশনার সময় হঠাৎ লুটিয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে মৌলভীবাজার সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল আজিজ/জেএস/এমএস