ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে দ্রুতযান এক্সপেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

প্রকাশিত: ০৫:২৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে দ্রুতযান এক্সপেস টেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে রাজধানীসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে বিকল্প পথে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপেস ট্রেনটি ৩ নম্বর লাইন দিয়ে যাওয়ার কথা। কিন্তু সিগন্যাল ভুল করে ৫ নম্বর লাইন দিয়ে যাওয়ার সময় দ্রুতযান এক্সপেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, ঘন কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পেয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে খবর পেয়ে ঈশ্বরদী জংশনের উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি সরানোর কাজ শুরু করেছে।

রেজাউল করিম রেজা/এসএস/এমএস